তরণী ভেড়ে নিত্য প্রবাহিণীর তটে,
পার হই পাপী-তাপী সকলে মিলে;
অতি স্বল্প কালের যাত্রা ইহা, দুনিয়ায় বটে!
স্বস্তিদায়কও সমান বটে, ধুলির সন্তান সকলের তরে।
স্রষ্টার অমোঘ নিয়ম, যেতে হবে পরপারে।
এপার থেকে ওপার, চড়ব সবে- কবর খেয়ার পরে।
খুবই দীর্ঘ সে যাত্রা, বন্ধুর পথ
যেতে হবে একাকী, সঙ্গী-সাথী ছাড়া।
সমান তৃপ্তিদায়কও নয়- ধনী-দরিদ্র, সাদা-কালো যাই হোক রাহী।
সাতিশয় শাস্তিদায়ক নতুবা অতিশয় স্বস্তিদায়ক হবে নিশ্চয়ই!
ধরার সব কর্মফল যোগ হবে সেথা,
হুঁশিয়ার হতে হবে সময় থাকতে সখা।