অনেক অপেক্ষার প্রহর পার করে
অবশেষে তুমি বললে, আজ আমার ঘরে আসবে,
আমায় ধরা দেবে।
কচি পাতার মত কচি মনটাকে দোলা দিয়ে যায়
ফাগুন সমীরণ;
নতুন কিছু ঘটতে যাচ্ছে এই বুঝি মন!
ফাগুনের প্রথম সোনা রোদ গায়ে মেখেছি ,
হাসনাহেনা আর রজণীগন্ধায় সাজিয়েছি আমার স্বপ্ন কুটির।
দুপুর গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, আরো গভির রাত;
তোমার পায়ের শব্দ হৃদস্পন্দন বাড়িয়ে দেয়,
বইরে তাকিয়ে দেখি জোসনায় গাছেরও ছায়া;
মিলন তিথি পার হয়ে যায় তুমি এলেনা।
তোমার পাওয়ার আশা দূরাশা যেন-
মা মাকড়সায় পরিণত আমি,
খোলসের ভিতর শুধুই তুমি আর তুমি।