সময় বড়ই বেসামাল স্বার্থের কাছে সব বিকায়,
বস্তায় ভরে আদর্শ সব ইচ্ছামত পোড়ায় চিতায়।
ধানের গোলার পাহারায় সব ধেড়ে ও নেংটিইঁদুর,
আলোয় পথের প্রদর্শক থাকে তখন ছোট বাদুড়।
ব্লাড ব্যাংকের প্রহরী সাজে যতসব রক্তচোষা জোঁক,
পানিহারা নদীর এখন বুক ভরা শুধু তাপ-শোক।
গভীর রাতে বিধিবিধান চড়া দামে হয় কেনাবেচা,
প্রগতির ওই লেবাস পরে নাচছে দেখ ভূতুম পেঁচা।
গণমাধ্যমের খবরগুলো এখন সব পালিশ করা,
সাদা চোখে আসল-নকল খুব সহজে যায় না ধরা।
ধর্মবাণী শোনায় এখন চোর-ঠগ আর নাস্তিকেরা,
বোকাসোকা নাগরিক সব কথার জাদুতে থাকে ঘেরা।
ভেড়াপালকে রাজনীতি শেখায় বাঘ-সিংহ আর শিয়ালগুলো,
রাষ্ট্রশব ব্যবচ্ছেদ করে নখরঞ্জনীর শকুনগুলো।
মুখোশ পরে দানব চরে দম্ভভরে আলোক শিখায়,
কুকীর্তি দেখে লজ্জায় শেষে মেঘের আড়ে সূর্য ঝিমায়।


(অক্ষরবৃত্ত: ১০+১০)