কদিন আগে ছিলি তুই সবার কাছে ত্যাজ্য,
দিনযাপন করতিস তুই করে যে ধার-কর্জ।
হাতটান ছিল রে তোর ধরা পড়িলি কত!
নিন্দার সাথে খেয়েছিস গণধোলাই শত !


রাতারাতি পাল্টালো সব হয়ে গেলি ধনাঢ্য !
কী চেরাগ পেলি রে তুই দেখতে বুঝি প্রকাণ্ড?
চ্যালা-চামচার কাছে তুই হয়ে গেছিস ভজ্য,
তোর নাকি আছে বিশাল অন্ধকারের রাজ্য !


দুদিনের বৈরাগী তুই ভাতকে কস অন্ন,
কথা-কাজ, চাল-চলন সব তোর জঘন্য।
যাকে তাকে করিস তুই অপমান-লাঞ্ছিত,
অসহায়কে করিস তুই অধিকার বঞ্চিত।


অবৈধ টাকার কামড় করা যায় না সহ্য,
দুকান কাটা গেলে কারো হয় না সে সলজ্জ !


অক্ষরবৃত্তে : ৯+৭