বিদগ্ধ ভূমি, বৃষ্টি শেষে ঢাকা আছে মেঘে
হয়তো ভিজবে আবার,
                      ঝরবে স্মৃতিফুল,


মাটি জুড়ে পুরোনো সে ঘ্রান,
                         ভিজে চুল,
                                শিউলিসুবাস বুক,
যেন প্রজাপতির ফিরে যাওয়া পিউপায়
জাগাবে যন্ত্রনা
               বদ্ধ কারার,  


ঝোড়ো হাওয়ায় ভাঙা সেতু
                     অনন্ত রাত্রি নিয়ে
                              খুঁজবে শুকতারা।


অন্ধকার চাদরের নীচে আমরা দুজন
হয়তো ব্যাকুল আড়ষ্ট আঙ্গুল
                  তৃষ্ণার্ত
                       ছুঁতে চাই ভোরের শিশির।


ভাঙতে পারি না, ভাঙতে পারি নি তবু
রেখে যাওয়া তোমার আমার
                       সুবিশাল অন্ধপ্রাচীর।