হেই এলেক্সা
তারা, চাঁদ খসে পড়ছে সব,
       ঝর ঝর উন্মত্ত শ্রাবণ।
খোলো চাঁদোয়া ত্রিপল
মোছো চুলে ভেজা অন্ধকার।


দিশাহারা কৃষ্টির উছ্বাস!
পিসার হেলানো স্তম্ভে
           মিথ্যা গাণিতিক দম্ভ,
স্ট্যাচু অফ লিবার্টির পায়ে  
এক মুঠো বাতাসের খোঁজে
                   অন্ধ ফুসুফুস!


এলেক্সা দিতে পারো
উষ্ণ আলিঙ্গন, সৈকতের তরঙ্গচুম্বন
দ্বিধাহীন গভীর স্পর্শ!

দাও এনে মেঘমুক্ত আকাশ
অদমিত শ্বাস, বাঁধনছেঁড়া মন।  
             নাকি বলবে,
ভাঁড়ার খুঁজে পেয়েছো
           শুধু শূন্য আস্ফালন!