সকালের বৈশাখী হাওয়ায়
যেন কিন্ডারগার্টেনের ছোট্ট ছেলেটাকে
মনের দরজা খুলে ছুটতে দেখি;
বুক পকেটে সে ভরে নিয়েছে সে
ভোরের স্নিগ্ধতা।
ছুটছে সে রাস্তা পেরিয়ে,
ক্ষেতে র আল পেরিয়ে,
নগর ছাড়িয়ে ... গ্রাম পেরিয়ে-
নীল আকাশ যেখানে মিশছে দিগন্তে,
রোদ্দুর ধাঁধিয়ে দেয় চোখ।
তার চোখে যেন অজানাকে জানার,
অদেখা কে দেখার,
সহস্র মানুষের ক্ষুধা।


আর পিছনে ছুটছে মা.
কোমরে শাড়ী জড়িয়ে,
ঘামে ভেজা শরীর;
যেন নাগাল পাওয়া ভার।  
তবু ক্লান্তির মধ্যেও স্পর্শের আকুলতা রয়েছে মিশে