ব্যবধান -
পাঁচিল তুলেছি কত
শত শত অবিরত
অবিরাম।


আজ অন্য  দেওয়াল এক
তুলেছে অন্য কেউ
নীরবে।
বন্ধ আলিঙ্গন
বুক ঢাকা বরফে
ছোঁবে হৃৎস্পন্দন কি ভাবে !


ছায়াতে ভালোবাসা বৃক্ষ
অসংখ্য দাঁড়িয়ে বাগানে।
তার নীচে সন্তান
ফল খেয়ে গুণগান,
রয়ে গেলো আপনার বৃত্তে
শুকনো পাতাদের আগুনে।  


আমাদেরই চাওয়াতে
জমি ছিল আমাদের এক রত্তি।
কাটা ডাল রোপনে
শান্তি এ মনে ছিল সত্যি।
আজ তবে মন কেন ঘাবড়ায়
জ্বলে চিতা একা একা
কে ভীষণ বুক আজ চাপড়ায়।