কোন ছবি দেখি ?
আচ্ছা বলতে পারেন, কোন ছবি দেখি ?
রেটিনার প্রতিবিম্বে আমার আপনার
এক রং নয়।
কোথাও সবুজের বিপ্লব নীল নদ হয়ে যায়
আর কোথাও কালো মেঘ বাৎসল্যের ছাতা !
অথচ কুয়াশাবিহীন স্বচ্ছ দিন ..


ভিতরটা পুড়ছে অবিরত
আপনার - আমার !
ওদের হাত কারোরই পরিষ্কার নয়।
শ্বাপদ সংকুল অরণ্যে বাস আমাদের।
পাঁকের মধ্যে পদ্ম,
সাপ খেলা করে নীচে।  
ঘাসের গোড়ায় আগাছার ভীড়।


আমার স্বপ্নভূমি
জ্যোৎস্না পেলো না কিছুতেই।
প্রদীপ জ্বালবো কি, বাতাস এমনই !
কি বললেন ?
রেটিনায় ধনাত্মক কালো চশমা আমার ?
হয়তো !