একটা ছায়া টের পাই
ছাতা ধ'রে মাথার ভিতর -
প্রাগৈতিহাসিক এককোষীর কালো মেঘ,    
জল, মাটি ছাড়িয়ে মহাকাশে ঘিরছে পৃথিবী!
মিসিং লিংকের ফাঁকে হারায়নি কোথাও
সেই অন্ধকার।


যাযাবর, তোমার পদচিহ্ন
পঙ্কিল পৃথিবীর গায়ে
নতুন প্রলেপ আঁকে -
আলো ছিঁড়ে সে চেতনার অস্তাচলে
দিগ্বিদিক শূন্য,
কঠিন শিলা পেরিয়ে আঁচড়  
ভ্রুক্ষেপহীন, ক্ষত রাখে নরম মাটির আঁচলে।


অন্যদিকে মেদুরতা মাখা আলো
বোনে সবুজ খেত, সোনালী রোদ্দুর;
কবিতার ফসল ঘরে তোলে জলছোঁয়া নাবিক।
পাত্রে দুলছে তার রংধেনু পৃথিবী, আলোছায়া আলপনা -


পুরোনো মেঘ
অসম বিস্তৃতির আকাশে রাঙায় চোখ;
ভগ্ন বন্দরে কবির ভয়-
চেতনার ব্লাইন্ড স্পটে
মেঘছায়া যদি আলোর থেকেও বড় হয়।