ওখানে ছায়াপথে, উষ্ণ আলাপনে জ্বলে রঙ মশাল
দ্যুতিময় তারাদের আপন খেয়ালে ঝরা আলোময় রাত।
স্নায়ুর শিরা বেয়ে উত্তাল তরঙ্গের টানে অজস্র মন,
উদ্দাম ছন্দময় শিহরিত প্রাণে স্বপ্নিল প্রভাতের সূত্রপাত।


বদ্ধ আলয়ে জ্যোৎস্নার নির্যাস, চুঁয়ে পড়া তরল গরল
একাকিত্বের মোমবাতি জ্বেলে কবিতায় ক'রে যাই পান,
আমার শীতলতা ছুঁয়ে, দূরে ঝরে পড়া তারাদের উল্লাস
ক্রুর উপহাসে ভেসে আসে সুরে সুর মিশে যাওয়া গান।


জানালার গরাদের ফাঁকে বাইরে বাড়ানো দুই হাত
মুঠি ভরে নিয়ে আসে, নীল যন্ত্রনা ভরা কিছু রাত।