আগামীর পথে ছায়া ফেলে
পুরোনো সময়;
তুই ছিলি মন জুড়ে -
গভীরে শিকড়।


তবু তোর প্রসারিত হাত
যখন করেছে খেলা তারাদের সাথে
দিনভর,
শান্ত রেখেছিস আশ্বাসে।
দীর্ঘশ্বাসে জমা মেঘ
লুকিয়েছে সূর্য কোথাও।


জানা ছিল ভঙ্গুর মাটি
ভাসাবে এ ঘর, প্লাবনে এক দিন !
নেই তুই পাশে -
আছিস কোথাও
হয়তো তারাদের ভিড়ে এখনো;
আমিও আছি ঠিক
নতুন নিয়মে - পাল্টানো পথে।


থেমে থাকে নি সময় - থাকে না কখনো !
এখনও কোথাও বুকের উষ্ণতা পেলে
রাতের শীতলতা শিশির জমায় -
ধরে রাখে বুকে শিশিরের চাঁদ !


ভাঙাচোরা অনুভূতি
শুধু পুরোনো দেরাজে জমে রোজ,
জমে যত ভাঙাচোরা সাধ !