কুড়িয়ে খাচ্ছে চিনি
             পিঁপড়ের মতো,
যদিও সরীসৃপের জিব
আর শৃঙ্খলায় আত্মমগ্ন
                    অন্তহীন লালসা!
কি পদচিহ্ন রেখে যাবে ওরা,
উচ্ছিষ্ট ছাড়া?


শুধু কবন্ধ নিয়ে হেঁটে যাই যদি-

লুসিড ড্রিমে
থেকে যাবে ওদের নষ্টচাষ!
যা পাবে, তা এষণায় ছিল না কখনো
মৃতচেতনার ফুল
             বাহারি ক্যাকটাস!