পরিত্যক্ত জ্যেষ্ঠ ;
স্পর্ধার আঁচ
ছুঁলো না বারুদের বুক।
ধোপদুরস্ত পোশাকি কামনা
ঘামলো
তবু খুললো না চাদর !


ডাকে সাড়া দিয়ে
এসেছিল
সুপ্ত আগ্নেয়গিরির মুখ;
ফিরে গেল তাচ্ছিল্যে,
পশ্চিমে রক্তবর্ণ সূর্য
ক্ষমাহীন !


নামিয়ে নেওয়া চোখের পাতায়
পরাজিত পৃথিবীর ছায়া;
ক্রমশ খর্ব দেহ
ডুবে যাচ্ছে
মাটির ভেতর।