হৃদয় জুড়ে শুধু অগোছালো ঘর।
ফুসফুসে নিকোটিন, ধোঁয়া ধোঁয়া
তারাদের আসমানে গণ অবসর।
পাইথন পাক দিয়ে পিষে হৃদপিণ্ড
নীল জ্বালাময় যায় ছড়িয়ে কোন নির্ঝর !


সেও একলা, পাশ ফিরে শুয়ে বিছানায়
ভাঙা স্বপ্ন জমা হয় ভেজা বালিশে।
ছটফট করা অন্তর, যেন খোঁজে শ্বাস
পাঁচিলটা পথ আগলায় বৃথা নালিশে।
ঘুম নেই, রাত সেখানেও বড় নিদারুন
সময়ও যেন ঘুমিয়ে, নেই সালিশে।


হিমপাত দুই মেরুতেই চলে দিন রাত
তবু ভিন্ন, মাঝে ব্যবধান, নেই এক সাথ।