স্তিমিত শান্ত গতানুগতিকে বাঁধা
মধ্যাহ্নের দরজায় একাকীত্বের দহনে প্রাণ-
তুই এলি যেন কালবোশেখি
সে উন্মাদনার ঘূর্ণাবর্তে উদ্বেল আমি
শিরায় শিরায় ঘুম ভাঙানিয়া গান।
ভেসে গেছি তোর প্লাবনে,
অন্তহীন মাধুর্যের অনাবিল টানে -
যেন তুই সত্য শুধু , তুই সব।
খেয়ালি মনের উদ্দাম বন্ধনহীন ঝড় তুই  
রেখে গেছিস ধ্বংসাবশেষে তোর উল্লাস।
সে জ্যেষ্ঠের আগুন আজ মন জুড়ে
দেহ জুড়ে তোর সর্বনাশ।  
তোর আমায় কখনই কি মনে পড়ে ?