মায়ায় জড়ানো ছিল গড়ে ওঠা মহীরুহ ;
কে রেখেছে হিসেবে সময়ের
পল্লবিত হয়ে ওঠার দিনে?
ক্ষনেরা অহরহ
যখন ফুটিয়েছে ফুল ?
তখন সব কিছু নির্ভুল।


মুহূর্ত সেই -
অনুভূতির শিরা উপশিরা নিয়ে
কোন এক নিদারুণ ঝড়ে
যখন ভেঙে পড়া গাছ
খুলে ধরে উপড়ানো মাটি - আমার হৃদয় !


ঘুন ধরা শিকড়, বেড়ে চলা অজানা সে ব্যাধি
গোপন মৃত্যুর পরোয়ানা রেখে গেছে কবে !
তুমি কি ছিলে না তবে ? সে কত দিন ?
অলক্ষ্যে কোথায় থেকে গেছে ভুল !
আজ দূরে, বহু দূরে তুমি
স্মৃতি বিজড়িত গাছে বেদনার ফুল।