পথ হাঁটো, কবি
ঘন কুয়াশায়
তোমার শহরে কি শুধু শীত ?


অবগুন্ঠনে ঢাকা
তোমার শরীর, তোমার মন।
আমিও ছুটছি পিছনে
দুর্নিবার ক্ষুধা নিয়ে
রহস্য উন্মোচনে।
কোন সুধা কবে করিয়েছ পান ?
আকণ্ঠ তৃষ্ণার চোখে
জেগে থাকে কোন সে মরূদ্যান ?


দু হাতে সরাই চাদর,
কত লুকোচুরি !
হরপ্পার খননে তোমার কবিতা -
অনুভূতির ইতিহাস !
মনি মাণিক্যে ছুঁয়ে যায় হাত।


আরও হাঁটো কুয়াশার পথ -
পেয়েছি শিশির,
এবার কুড়োবো টুকরো রোদ।