আড়ালে একদিন
হঠাৎই হারিয়ে যাই আমি
ঝুপ ক'রে একটা অন্ধকার আমার বৃত্ত ঘিরে,
তারপর নিঃশব্দ, নিঃঝুম !


চারদিকের সমারোহের মাঝে
শুধু আমাকে জড়িয়ে ওদের ঘুম
ভাঙলো না।
গভীর শ্বাস ফেলে
মাথা ঝাড়া দিয়ে গোপনে
নিজের খেয়ালে আরেকটা পাতা মেলে
অভিমানের দেওয়াল তুলি।


একা অন্ধকারে
আমার রঙিন কাগজের ফুলে
এলোমেলো বাতাস
পথ ভুলে
নিউরোনের গন্ধ নিয়ে যায়


দূরে গোলাপের বনে
তার সন্ধান  
কে আর রেখেছে কবে মনে ?


শীর্ণ নদী, বুকে পলি নিয়ে
তবু বয়ে যায় আরেকটা দিন
ধুয়ে শ্রান্ত কোনো এক পথিকের
অবসাদ পৃথিবীর!