দূরে কোথাও বৃষ্টি ঝরাও
মেঘ মৌসুমী;
তোমার চলে যাওয়া দেখি-
রেখে গেছো এক বিন্দু বারি
আর ধূসর মরুভূমি।  
থাকবে না যদি, তবে  
এলে কেন তুমি


খুলে আগল
রোমাঞ্চিত স্পর্শ তোমার,
হৃদয় দীঘি জুড়ে
সে কি আলোড়ন,
শিরায় শিরায় সে দিন
যেন বান ভাসা নদী-
তার আজ
পাথুরে প্রাণ হীন সাজ।


এলে কেন
চ'লে যাবে যদি