সে নেই !
আর আমিও খুঁজছি নিজেকে
পাল্টে যাওয়া কক্ষ পথে।


পাল্টে যাওয়া কক্ষ পথে
দিন - রাত্রি - ঋতুর স্থায়িত্ব
কতটা পালটায় ?
কতটা পালটায় স্নায়ু , রক্ত, মাংস, হৃদয় ?


পেরিয়ে এসেছি কত আলোক বর্ষ,
আমার জন্ম ভূমি,
আমার পৃথিবী।
আমার তুনে আমার অভেদ্য লক্ষ্য
পড়ে থাকে সোনার হরিণ,
বিস্ময়ে মাথা তোলে মরীচিকা।
নীহারিকা শুধু ধূলি কণা
থাকে কৃষ্ণ গহ্বর -শূন্যতা - অন্ধকার !


কি পেলাম ?
ফিরে গিয়ে সেও তো নেই !
এ সব কি ওর পছন্দ ছিল বলেই ?