গহন অন্ধকার
সশব্দে ভেঙে পড়ছে
ঢেউ
যেমন ভেঙে পড়ে কেউ
ক্ষোভে,
অভিমানে,
যন্ত্রণায়


অন্ধকার গিলে খায় যখন
দাঁড়িয়ে প্রাচীর সমান,
দুর্বল মন তখন
সমুদ্রের মতো
নিজেকে ছাপিয়ে খোঁজে
আলো


তুমি কিন্তূ
কি ভীষণ নীরব থেকেছ
ধীবর !
মাস্তুলে মলিন আলো জ্বেলে
শিরদাঁড়া খাড়া করে
ভাসিয়েছ তরি  


কালো সমুদ্রে
ঢেউ ভাঙো ধরে হাল
ছুড়ে দেওয়া জালে
সে আলোর খোঁজ
আমার সৈকতে যেন
মুক্ত ছড়ায়