ভাবনার গায়ে লেপে দি
সযত্নে কুড়িয়ে নেওয়া শব্দ।


অনুভূতির গভীরে ডুবে যেতে যেতে
কুয়াশা - জল ঘন নীল - বিচ্ছুরিত সূর্যালোক
একটু বাতাস দিও আমায় প্রকৃতি
মিশে যাক তাতে অন্ধ কুঠুরির ঘ্রান,
সমুদ্রের লবনাক্ত ঢেউ,
দিগন্তে কাননের মৃদু উছ্বাস।    

অবাধ রেখো আমার ডানা,
ভিজিয়ে নি বৃষ্টি, মেঘলা রোদ্দুর, আকাশের তারা,
হয়তো বা মন্বন্তরে অভুক্ত পেট চাঁদ,
ছুঁয়ে যাই স্বপ্ন জোনাকির, আশ্বিনের ধান, বিকেল হেমন্তের
টলমল শিশির পদ্মপাতায়
কৃষ্ণ গহ্বর থেকে উঠে ভেসে যাই ছায়াপথে,  
হোক না সে দূরে, তবু বেঁধে রেখো না  
কবিতারা মরে যাবে,  
মরে যা-য় পেলে পরিসীমা।