ছলনা করে কি পেলে
শুধুই খেলার আনন্দ?
নাকি ভয়.
প্রেমের গভীরতা মেপে?


সীমা রেখা থেকে
উষ্ণতার ছোঁয়া নাও,
সে কোন শীতলতা থেকে?


এ আগুনে ভয় পাও জানি।  
নীরব নির্জন একাকী আঁধারে
সে শীতল হিম আমার ও মন জুড়ে
খোঁজে যারে,
সে নিভে আসা অঙ্গারে  
জ্বালাবে আগুন।  


বড়ো শীত এখন
বুকের ভিতর, আমার চারপাশে।  


যতই ছড়াও ফুল তোমার বাগানে
এতো নয় ভুল
এক কোনে থেকে গেছে
পত্র হীন রুক্ষ এক বৃক্ষ
অপেক্ষায়
কবে আসবে ফাগুন