দেশ কুথা ?
বলে প্রমান দে
ই বার পা থিকে মাটি
কিড়ে লিবে নাকি উরা?


জনম থিকে তো ভাসতেছি
পাকা ছাত লাই
উঠান লাই
লড়তেছি দু মুঠো খাওনের লগে
ই আকাশ, ই মাটি
ই তো জিনিচি আমার
আর কিছু লাই।
আজ শুনি
ইরো লাকি মালিকানা আইছে ....
উবাক কোরলে দিয়েশ!


দারিদ্রে কুবে লিয়ে গিছে ভিটা
জানা লাই
বিয়েঁচে লাই যে দিছে জনম
ইতিহাস লিয়ে ভাবি - সোময় কখন?
শুধু ক্ষুধা জানি
আর জানি লড়াই
ই দিয়েশ আমার
ই তো কেউ কাড়ে লাই আগে
দাও লাই কিছু
ইবার মাটিতেও যদি মারো টান
সইবে না।কামড়িয়া ধরি থাকি মাটি
নুতন এক লড়াইয়ের গান