আহা,  বন্ধ করো গল্প তোমার,
বুকের মাঝে মোচড় দিল একলা তারা -
নীল আকাশে        উল্টো দোয়াত;


পাতা ঝরার অস্তরাগে
গড়িয়ে যেন      সন্ধ্যা নামে,
হিমেল বাতাস
হুড়মুড়িয়ে ঢুকলো ঘরে।
চোখের কোণে ঝাঁপায় দামাল
আষাঢ়ে মেঘ।
থামবে তুমি?    অলক্ষুনে !


বলছো তুমি পৃথিবীটা টুকরো হবে -
হয়তো হবে।
তবু কেন      আমাজোনে
সাহারার টানছো তুলি?
শ্বেত বসনার সন্ধ্যা শাঁখে
কাঁপছে শিখা
একলা কোথাও তুলসী তলায়।


ঠান্ডা ভীষণ - বন্ধ করো পশ্চিমের খিড়কি এখন।