আঁধার রাতের যন্ত্রনা বুকে চাপা
ক্লান্তি ঘুমের পাথর ভেঙে  চমক আলোর।
পর্দা ফাঁকের আলস্যতার সুযোগ খুঁজে
বজ্র যেন ছুরির ফলায় কাটলো কালো।
রক্ত যেন ঝলকে উঠে দেওয়াল জুড়ে
জমাট বাঁধা বেদনা সে তরল নীলে ;
নামলো আমার আকাশ জুড়ে বারি ধারা
যেন প্রেমের পরশ আলিঙ্গনে তুমি এলে।