তুমি কোন ফুয়েরার
বাঙ্কারে, তোমার নিরাপদ দুর্গে
লৌহপেটিকায় আগলে রেখেছো সম্ভ্রম
আর নগ্ন উল্লাসে
নিভৃতে কলুষিত হাত দুর্যোধনের -


যেখানে দ্রৌপদী একা,
ফিরে যাবে,
রাজদন্ডের হাতে আঁকা ছবি;


তার কাপড়ের খুঁট ধরে রাখো হাতে  
দুর্বল, মূক, দিশাহারা,
সে কৃষ্ণবিহীন কলিকালে
আঁকড়ে জীবন।  


সময়ও মাপছে এ হাওয়ার গতিফের।
ঘুরে যাবে একদিন
বহু বিষণ্ণ রাত্রির শেষে
যখন তুমি আর মুখোমুখি আত্মহনন।