আমি জানি, কেমন কল্পনার সমুদ্র থেকে উঠে আসো তুমি
আমার বহে যাওয়া মুহূর্ত, তোমার মুঠির আবেশেতে ক'রে স্নান।
মৌতাতে ইন্দ্রিয়, ঘুসঘুসে জ্বরে কাটে বিনিদ্র রাত,
স্পর্শের আকাঙ্ক্ষা, জোয়ারের ঢেউ তোলে, চাপা আঁচে থাকে অম্লান।
তোমার চোখের নীল, অজানা রহস্য হয়ে ডাকে রোজ,
কখন শরীরী দোলা, ভাসিয়ে আমার কুল, নিভৃতে নির্জনে আনে বান।
তোমার স্বরেতে, কি এক মাদকতা, শ্রবণের অভীপ্সা রাখে
নিশ্চুপ রাতে ওরা, বাতাসের নিঃশ্বাসে, মনে মনে সুর তোলা গান।


দূরে বহু দূরে, আমার এ অঙ্গুলি, স্পর্শ করে নি তোমায়,
তবু ছিন্ন সে বন্ধন, শূন্যতার ব্যাপ্তিতে, রেখে যায় কি ভীষণ টান !
রাত্রির সীমারেখা, ছাড়িয়ে পদক্ষেপে, স্মৃতিদের থাকে আনাগোনা;
ভালোবাসা জানা নেই, যা ছিল গহন মনে, কি দেব আজ তার নাম ?