বিনিদ্র রাত,
চুপকথারা একে একে প্রদীপ জ্বালায়,
বেপরোয়া আগুন বাঁধা
নম্র আলোয় বৃষ্টি ঝরায়।


এমন ক'রে রাত কেটে যায়,
বছর কাটে অন্ধকারে,
পূর্ণিমা চাঁদ ডুব সাঁতারে
অমানিশা পার হয়ে যায়।


সীমান্ত কৈ সূর্যোদয়ের ?


ভাঁটার টানে চিৎ সাঁতারে
আমেজেতে ভাসবে জীবন -
ঝলমলে দিন কোথায় শুরু ?
উথাল পাতাল মনটা ভীষণ।