হিমবাহের অনবরত রক্তক্ষরণ,
উষ্ণতার পারদ ছিঁড়ছে কোমলতার চাদর,
মরুভূমির গোপন আঙ্গুল ছুঁচ্ছে বনাঞ্চলের শরীর,
অকাল বর্ষণে ধর্ষিত আমার শহর -
ভেসে যাচ্ছে আবর্জনা, মৃতদেহ, আমাদের বিকৃত মন !
চোখ নেই মানুষের -
ডারউইনের তত্ত্ব মেনে লোলুপ সময়ের বিবর্তন।
পরিসংখ্যানবিদের মগজ, ঠিক রাখে কাগজ।
আমার নাক অব্দি জল
আর ওনারা স্থূলকায় ঝুলির বিলাসিতা নিয়ে
উঁচু বারান্দায় দাঁড়িয়ে।
তির্যক চোখে দেখছে প্রকৃতি -
ঠান্ডা ঘর, ছাদের মাধবীলতা আর খাঁচার মুনিয়া।