মুক্তি চাই।
নিজেকে বেঁধে রাখি
নিজেই তোর কাছে।


জানি, নেই তুই ;
কেন ছুরির ফলায় কাটি হৃদয় রোজ ?
স্বপ্নরা কেন তবু মরে মরে বাঁচে ?


ছড়ানো তারারা আজ
আকাশের ধুলো,
ঢেলে দেওয়া কালি খায় পূর্ণিমা চাঁদ।


অবসাদ !
হেমন্তের রাত ! খাঁ খাঁ করা প্রান্তর,
জোনাকির আলো খোঁজে মরে যাওয়া সাধ।