কি চাও তুমি?
আঘাতে আঘাতে চূর্ণ বিচূর্ণ করবে ইন্দ্রিয়?
কি চাও তুমি ?
আমি কি অনুভূতিহীন পাথর হবো?
রক্ত বন্যা শেষে হৃদয় স্পন্দনহীন-
পাথর।  
পাথরের ধূসর পাহাড়?
যেখানে সবুজ নেই-
ঝর্ণা নেই -
আছে শুধু তপ্ত আগুন।
জ্বলতে জ্বলতে আমি তবু
একদিন নিখাদ সোনা হয়ে
বলব তোমায়,
পারলে না