তুই থাকিস
শরীর জুড়ে আমার,
রক্তে আমার লোহিত রক্ত কণা ;
প্রস্ফুটিত কৃষ্ণচূড়া গালে
মনে তোর গোপন অভিসার,
অভিমানের বাদল ছায়ার কালে
জলছবিতে উদাস আনমনা।


তোর আঙুলে
আমার মনের তার,
বন্দি সুর তোর গহন টানে;
হয়তো সে মধুবন্তীর আলাপ,
ভাসিয়ে যেন ঢেউ সে দুর্বার !
শূন্যতায় তুই বিষন্নতার গান
আমি তখন তোর অন্বেষণে।