চাঁদ পূর্ণিমার একটা ছোট্ট কাহিনী,
বন্ধু তোমাদের শোনাবো আমি।
সবাই বলে নাকি পূর্ণিমার চাঁদ হয়,
কিন্তু পূর্ণিমার চাঁদের হয়ে কয়দিন রয়।


চাঁদ যখন পূর্ণিমার প্রেমে পড়ে গেলো​,
সেই দিন পূর্ণিমা চাঁদ কে বলে গেলো।
তুমি ভুলে যাও পূর্ণিমা বলে কেউ ছিলো​,
আজ থেকে তোমায় পূর্ণিমা ছেড়ে দিলো।


কয়দিনে পূর্ণিমা নিজের করে চলে গেলো,
তখন চাঁদ মনে- মনে  কানতে লাগালো।
তাকে ভুলে যাওয়াটাই অনেক ভালো,
যে মাঝ রাস্তায় আমায় ছেড়ে চলে গেলো।


ওই মানুষটির​ পথ চেয়ে আর কি হবে?
যে কালকে গিয়ে অন্য কারো হবে।
আমি মন প্রাণ দিয়ে যারে চেয়ে ছিলাম,
সে আমার ভালোবাসার দিলো​ না দাম।


একদিন ও বলেছিলো প্রেম কি জিনিস,
আমায় নিজের করে একটু শিখিয়ে দিস।
ভালোবাসা শিখিয়ে দিলাম এমন ভাবে,
শিখাতে গিয়ে ওর প্রেমেই​ গেলাম ডুবে।


আমি সব দিন তো চাঁদ ছিলাম পূর্ণিমার,
কেউ জিজ্ঞেস করলে বলবো কি আবার।
কোথায় গেলো​ সুন্দরী পূর্নিমা তোমার,
যার রূপের করতে তুমি অহংকার।


কি বলবো​ আমি তোমাদেরকে​ বন্ধু গন,
ওইটা ছিলো​ একটা কাল সময়ের ক্ষণ।
যেটাকে আজও বলে জগতের মানব জন,
আজ লেগেছে নাকি পূর্ণিমার চাঁদে গ্রহণ।