আমি বলি মা গো আবার আমায় সেই ছোট্ট খোকা করে নাও না আমি তোমার সেই ছোটো খোকাই ভালো ছিলাম।
বড়ো​ হয়ে অনেক দূরে থাকতে হয় তাই বলি আমি তোমার ছোট্ট খোকাই ভালো ছিলাম।
ছোট বেলায় আমার চোখের জল দেখে তুমি ক্লান্ত হতে,
আমার মুখের হাসি দেখে তুমি খুশি হতে।
আমি হামাগুড়ি দিয়ে যখন চলতাম তো বলতে আয় খোকা বুকে আয়।
তাই বলি আমি তোমার ছোটো কোথায় ভালো ছিলাম।
আমি যখন খেলা করতাম বন্ধুদের সাথে তখন তুমি ডাক দিতে আয় খোকা বলে।
আয় খোকা ডাক শুনে আমি আসতাম ছুটে বসতাম গিয়ে তোমার কোলে আদর পাবো বলে।
আদর করে খাইয়ে দিতে নিজের হাতে করে আমি খাবার খেয়ে আবার ছুটতাম বিনা মুখ ধুয়ে,
তখন তুমি হাত ধরে আমার মুখ টা মুছে দিতে নিজের আঁচল দিয়ে।
তাই বলি আমি তোমার ছোটো খোকাই ভালো ছিলাম।
তোমার হাতের মতো লাগে না মা নিজের হাতের খাওয়া।
তোমার আঁচলের মতো লাগে না মা এসি পাখার হাওয়া।
তোমার মতন​ ভালবাসা আর পায় না মা অন্য কারো কাছে।
তো কেনো আমায় ডাক দিও না মা আয় খোকা বলে।
তাই বলি আমি তোমার ছোটো খোকায় ভালো ছিলাম।
আমি বলি মা গো আবার আমায় সেই ছোট্ট খোকা করে নাও না।
আমি তোমার ছোটো কোথায় ভালো ছিলাম।।


Writer: Kalachand Sadhu
Jamtara