সময়ের সাথে সাথে সবাই,
নিজেকে বদলাতে বাধ্য হয়।
যে আমার কাঁধে মাথা রেখে বলতো,
জানো অনেক ভয় লাগে আমায়,  
ছেড়ে দেবে না তো মাঝ রাস্তায়?
যদি ঘর ছেড়ে তোমার কাছে যায়,
তুমি মেনে নেবে তো আমায়?
যে বলেছিল আমাকে ভুলবে না
কোনদিন চাঁদ তুমি কথা দাও।
সে নিজে আছে যে কোথায়,
এটাও আজ আমার জানা নাই।
সময়ের সাথে সাথে সবাই,
নিজেকে বদলাতে বাধ্য হয়।


সময়ের সাথে সাথে সবাই,
নিজেকে বদলাতে বাধ্য হয়।
যে আমার ভাঙ্গা মন কে গড়ার জন্য,
সব ত্যগ করে নিজেকে হারায়।
সে একটা শক্ত শিলা হয়ে দাঁড়ায়।
যে বলতো তুমি শুধু আমার,
যাকে কালকে আমার দিব্যি দিলে,
চোখ দিয়ে ঝর ঝর জল পড়তো।
সে আজ আমার দিব্যি খেয়ে ও
অনেক মিথ্যে বলে যাই।
সময়ের সাথে সাথে সবাই,
নিজেকে বদলাতে বাধ্য হয়।


সময়ের সাথে সাথে সবাই,
নিজেকে বদলাতে বাধ্য হয়।
একদিন সকাল বেলার কথা,
ভাবলে আমার অনেক হাসি পায়,
যখন ও বলল সকাল বেলায় উঠে
প্রথম সূর্যের আলো দেখতে,
আর পাখির কিচিরমিচির শুনলে,
বিরক্ত লাগে আমায়।
আমি বললাম নিজেকে বদলাও,
ও বলল অন্য কারো জন্য আমি,
নিজেকে বদলাতে পারবো না।
যে নদীতে কাল জল ছিলনা,
এখোন দেখি সেই শুঁকনো নদী
উল্টো দিকে বয়ে যায়।
সময়ের সাথে সাথে সবাই,
নিজেকে বদলাতে বাধ্য হয়।


সময়ের সাথে সাথে সবাই,
নিজেকে বদলাতে বাধ্য হয়।
সময় একটা এমন জিনিস,
না বদলালে সে চিরদিন একা রয়।
আমি দেখেছি তাকে বদলাতে,
যে বলতো আমি নিজেকে,
কখনো বদলাতে পারবো না।
আমাকে ভুলে যাবে এই কথাটা
কোনদিন হতেই পারে না।
আজ কিছুদিন থেকে দেখছি,
ওর কোনো খোঁজ খবর নাই।
সময়ের সাথে সাথে সবাই,
নিজেকে বদলাতে বাধ্য হয়।