আছে কানি তিন, কিনিলাম করি ঋণ
         পেট পুজিবার আশে,
লভিলাম ষোলো মণ, এইটুকু মোর ধন
        দিয়াছিলাম বর্গাচাষে।


গাড়ি বাড়ি নাই, সোনা দানা ও নাই
          হয়েছে কী তাতে?
বিনি চালের পায়েস, খুব করি আয়েশ
         খাইব নতুন পাতে।


আষাঢ় শ্রাবণ এলে, ঘাম পায়ে ফেলে
         করিব সেথায় চাষ,
বুনিব ফসল তাতে,  খাই নুনে ভাতে
        সুখী তাই বারোমাস।


ছোট মাছ পুকুরে, ধরি দিন দুপুরে
         বউ করিবে রান্না,
খাইনা ইলিশ রুই, বড়োজোর বছরে দুই
        পাইনা তাতে কান্না।


মাথা গুঁজিবার ভিটে, আছে কোনমতে
        সেথায় সুখনিদ্রা যাই,
আপন ভাবিয়া মোরে, মোর ভাঙা ঘরে
        আসিও একদিন ভাই।


তারিখ ঃ০১/১২/২০২১ খ্রী
ইটছড়ি, খাগড়াছড়ি।