বৃষ্টি ভেজা দিনটা কাটে, গোল ঘরটায় বসে,
নিত্য নতুন কাব্য খুঁজি, ছন্দের হিসেব কষে।


গোল ঘরটায় নাই বা থাকুক, আভিজাত্যর ছাপ,
তবুও খুঁজি এই  ঘরেতে, কাব্যে রসালাপ।


টেবিল পাশে সদাই থাকে ছোট্ট চেয়ারখানা,
আমি ছাড়া কেউ বসে না, বসতে যেন মানা।


ডায়েরি কলম সব সাজানো, কী লিখব আজ!
কাব্যরা আজ ছন্দ মেখে সাজবে নতুন সাজ।


ডায়েরিটা যে গিফটে পাওয়া, কলমটাও তাই,
কে দিয়েছে এমন প্রশ্ন, করো নাতো ভাই।


যেই দিবে দিক, সত্যি সে জন হৃদয়ে তার বাস,
যত কাব্য আজ ফলেছে, এই ডায়েরিতেই চাষ।


কাব্যছন্দ হারিয়েছে আজ, বৃষ্টির মধুর ছন্দে,
কী লিখব এমন ভেবে , পড়েছি দ্বিধাদ্বন্ধে।


দ্বন্ধ কেটে ফিরবে যখন, ভিড়বে ছন্দ মনে,
রসালাপে উঠবে ভরে, প্রিয়জনের সনে।


বৃষ্টির ছন্দ হবে যখন, আমার কাব্যে প্রাণ,
বাতাস তখন ছড়িয়ে দেবে, টগর ফুলের ঘ্রাণ।


পাহাড় ঝর্ণায় ছন্দ আছে, ছন্দ পাখির গানে,
ছন্দ সুরে গাঁথা আছে, অথৈ জলের বানে।


হাজার ছন্দ ছড়িয়ে আছে, সুন্দর প্রকৃতিতে,
তাইতো আমি খুঁজে বেড়াই, সকাল সন্ধ্যা রাতে।


তারিখ ঃ১৯/০৬/২০২২ খ্রি
কমলছড়ি, খাগড়াছড়ি।