পূর্ণিমার দিন শেষে যখন সন্ধ্যা নামে,
এখনো কি যাও বিহারে নানা ছলে?
এখনো কি আমার অপেক্ষায় বসে থাকো
দুজনে সাঁঝের বাতি জ্বালাবে বলে?


চাঁদের জোছনা যখন ছড়ায় আলো,
এখনো কি খোলা আঙিনায় বসে থাকো?
একাকী নির্জনে বসে কি আমায় ভাবো,
গভীর ঘুমে এখনো কি আমায় স্বপ্ন দ্যাখো?


এখনো কি নীড়ে ফেরা পাখিগুলো দেখে
জানালা খুলে একাকী থাকো বসে?
এখনো কি সেই আগের দিনের মতো
পরশ বুলিয়ে যায় বৃষ্টির ফোঁটাগুলো এসে?


এখনো কি আমার বাড়ি ফেরার সময়
পথের ধারে লুকিয়ে উঁকি মারো আমায়?
এখনো কি যাও শিউলি তলায় ফুল কুড়াতে
ফুলের মালা নিয়ে অপেক্ষা করো আমায়?


এখনো খুঁজো কি আমায় বৈশাখী মেলায়
ব্যস্ত ব্যাকুল হাজারো মানুষের ভিড়ে?
এখনো কি হাঁটতে ভালোবাস দুজনে
শান্ত, শুভ্র, বহমান চেংগী নদীর তীরে।


এখনো কি তোমায় ভালোবাসি না বললে
অভিমানে তোমার চোখ দুটো জলে ভরে?
এখনো কি তুমি আমার হারানোর ভয়ে
তীব্র আকুল পিয়াসে অন্তর কেঁদে মরে।


ডায়েরির পাতা এখনো কি তুমি ছিঁড়ো
লুকিয়ে চিঠি লিখো বসে ঘরের কোণে?
নাকি ধূলোজমা পুরনো চিঠিগুলো পড়ে
দুচোখ ভেজাও নীরব অভিমানে।


তারিখ ঃ ০১/১০/২০২০
কমলছড়ি, খাগড়াছড়ি।