কি ছায়া দেয় যে দোলা
স্বপ্ন ভরা রঙ্গীন খাতা;
কি মায়া যায়না ভোলা,
যত্নে গাথা জীবন পাতা।
কেন এই আাকাশ ঢাকা
পাগলা হাওয়া বজ্র নিনাদ;
কেন নেই প্রকাশ থাকা
বাদলা ছোয়া মরণ বিষাদ।
কুয়াশায় পূর্ণ রাতে
আপন মনে মেলছে ডানা;
ধোঁয়াশায় জীর্ণ তাতে
স্বপন ক্ষনে চলছে মানা।
মনের ঐ উদাস ঘরে
সূর্য কিরণ দেয়না উঁকি;
প্রাণের এই সুভাস তারে
সঙ্গ বারণ সয়না ফাকি।
কেন এই মরণ খেলায়
মাতল আপন আনল জোয়ার;
কেন এই জীবন ভেলায়
সাজল স্বপন স্বর্গ ছোয়ার।
তবু আজ মন যে তাকায়
আকাশ পানে আয়না খুঁজি,
ছাড়ি লাজ; প্রাণ যে সাজায়
হৃদয় টানে আয়না বাজি ।