রিমঝিম বৃষ্টি, কি দারুন সৃষ্টি
নতুনের শিহরণ,মনে নব জাগরণ।
সারাদিন ঝড়ছে, স্মৃতি মনে পড়ছে,
কৈশোরে খেলাঘর, বৃষ্টিতে কিবা ঝড়।
কাদামাখা মেঠো পথ, চলতো না কনো রথ,
নাঙা পায়ে চলাচল, ধনী গরীবের দল।
চুলা নাহি জ্বলত, তবু কিছু মিলত
খিচুরী বা সাদা ভাত, তরকারী নাহি পাঁত।
সেদিনের দিনগুলি,ধনী সব গেছে ভুলি
প্রাসাদের ঝলকানি, কালো করে মনখানি।
আজো স্মৃতি দুর্লভ, মম মনে পরে সব ।
কালো মেঘে ঘন ভারী, উড়ে বক সাঁড়ি সাঁড়ি,
আজো রুপ চির চেনা, মন পাখি মেলে ডানা।