কারবালা প্রান্তরে রাসূলের (সাঃ) রক্ত,
গড়ে দিল ইতিহাস মরু লাল সিক্ত।
শিমারের দম্ভের হিংসায়; রণে সাঁজ,
শহীদের সর্দার শিরে তোলে নূর তাঁজ।
গুটিকয় সাহাবার (রাঃ) প্রেম দেখে বিশ্ব,
ময়দান নাহি ছাড়ে; একা ফেলি নিস্ব।
হাসি মুখে বুকটারে তীর ধনু বর্শায়,
ঈমানের দৃঢ়তায় খুন ঝাড়ে সহসায়।
রাসূলের পথ ধরি অনাচার ভাঙ্গতে,
মহাবীর (রাঃ) লড়ে যায় কারবালা প্রান্তে।
শহীদের মিছিলে প্রাণপাখি উড়ে সব,
শিরটারে উচু করে সত্যের কলরব।
ময়দানে পরে রয় সত্যের তূর্য
হলো এক নভোদয় ঈমাণের সূর্য।
আজো সেই কারবালা দিয়ে যায় শিক্ষা,
শোক তাপ নহে; নাও ঈমাণের দ্বীক্ষা।
চিরদিন মুসলিম করাবালা প্রান্তে,
হাতে নাও শমসের; সূর্যটা আনতে।