“কুদরতী ছোয়াতে ”      


ফসলের মাঠঘাট নিষ্প্রাণ চৌঁচির
সেজদায় লুটে রয় ধরণীর যত শির;
অসহায় প্রাণীকূল;মালিকের বৃষ্টির
কায়মনে ফরিয়াদ; নব প্রেম সৃষ্টির।
রিমঝিম রিমঝিম বৃষ্টির ফোটাতে
আগামীর সৃষ্টি; প্রাণময় সাজাতে;
মেঘালয়ে বিজলী; তর্জন গর্জন
সুনিপূণ স্রষ্টার জ্ঞাণময় বর্ষণ।
ঝরঝর বর্ষাায় মরা নদ খাল বিল
দুই কূল থৈ থৈ, শাপলায় রাঙে ঝিল ;
রিজিকের সন্ধানে অবিরাম ফেলি জাল
মাঝি ঐ রাতদিন; দাড় বায় তুলিপাল।
কমদমের গন্ধে  ভেজা ভেজা আবেশে
ফুলবনে মৌ মৌ জান্নাতি সুবাসে;
মালিকের সুমহান নিজ গুণে সৃষ্টি
যিকিরের ছন্দে  নামে প্রেম বৃষ্টি।
বিবেকের আদালত দেয় মহা সাক্ষ্য
দয়াময় মালিকের কালিমার ই বাক্য;
ধরে এই ধরণীর চির রুপ প্রাঞ্জল
কুদরতী ছোয়াতে ফেরে প্রাণ চঞ্চল।