“শহীদ”
                                                          
শহীদ যারা, ধন্য তাঁরা
স্বর্গে চূড়া,আসন গড়া।
দ্বীনের লাগি, জীবন ত্যাগি
চলবে আগি, বজ্র বেগি।
খোদার বাণী, বক্ষে মানি
স্কন্ধে তূণী,তুর্যে শাণী।
যুদ্ধে দাড়ায়,বক্ষ বাড়ায়
রক্ত ঝড়ায়,ভাঙ্গে বড়াই।
অর্শ্ব তেজী, খোদার রাজী
জীবন বাজী, বাঁচলে গাজী,
পাঁপের ভূবন, করবে পতন
না হয় মরণ, গড়বে নূতন।
শহীদ তবে,আবার হবে,
মানতে সবে, বিধাণ রবে।