আমাকে ভেবেছিস তুই একা?
বন্দুকের অই নল খানি নামি
আয়, হউক না মাঠে এক বার দেখা
আমাকে ভেবেছিস তুই একা?
আমি অসহায় নয়, মজলুম জনতা
নয় আমি মশা মাছি
দেয়ালে পিঠ ঠেকিলে আবার
যুদ্ধ করিয়াও বাঁচি ।
তোর কাছে আজ বন্দুকের বল
খালি হাতে আয়, চল মাঠে চল
জনতার এই রোদে পোড়া হাত
উপড়ে ফেলিবে সবগুলো দাঁত ।
দাঁত ছাড়া তুই পানি ঢোরা সাপ
জনতার মারে বুঝবি, কে আসল বাপ ?