হয়েছে অসহায় ভুবন,
বুঝিনি ভুবনের লাঞ্ছন,
ফিরে পেয়েছি লাঞ্ছন এখন।


কেন করছি প্রার্থনা  এখন,
ঈশ্বরকে ঘরে কেন এমন,
আছি ঘরে বন্দী যখন।


কেন হয়েছে নবজীবন এখন,
প্রকৃতির বাতাবরণ কেন এমন,
আছি ঘরে বন্দী যখন।


কেন বারছে ঘনত্ব  এখন,
বনের জীবন্ত প্রজাতির কেন এমন,
আছি ঘরে বন্দী যখন।


কেন দেখি স্পষ্ট এখন,
আকাশে তারাদের কেন এমন,
আছি ঘরে বন্দী যখন।


কেন হয়েছে শুদ্ধ এখন,
বায়ু ভুবনে কেন এমন,
আছি ঘরে বন্দী যখন।


কেন আসছে নিকট এখন,
সমুদ্র তীরে শুশুক কেন এমন,
আছি ঘরে বন্দী যখন।


কেন হচ্ছে বিশুদ্ধ এখন,
জল নদীতে কেন এমন,
আছি ঘরে বন্দী যখন।


কেন আসছে নির্ভয়ে এখন,
জন্তুরা শহরে কেন এমন,
আছি ঘরে বন্দী যখন।


কেন উড়ছে নির্ভয়ে এখন,
বাদলে পাখিরা কেন এমন,
আছি ঘরে বন্দী যখন।


কেন দিচ্ছি সময় এখন,
আনন্দে পরিবারে কেন এমন,
আছি ঘরে বন্দী যখন।


মন চাই শুধু দেখতে বাহিরে পরিবর্তন যেমন,
চল বানাই বন্ধু  পরিবর্তনকে,
গড়ি অনন্ত পরিবর্তিত ভুবন।


জেনেছি এখন,
গড়তে গোপন,
স্বপ্নের ভুবন।


বুঝেছি কত কিছু যেমন,
আজ হারিয়ে যখন,
চল রচি অনন্ত স্বপ্নের ভুবন।