আবেগে ব্যক্ত,
রূপের কষ্ট;


দেখেছি আজ, তোকে ভোরে স্পষ্ট;
রেখেছি প্রতি বার, হৃদয়ে তোকে শ্রেষ্ঠ।
দেখে বার বার, রূপের বাহার;
ভাবতে পারিনি কিছু আর।।


কি বলব আর,
নিয়তির বিচার;


নিয়তির যে হয় না আকার,
কষ্ট যে জীবনের এক অলংকার।
বুঝেছি তোকে অনুভবে কিছুটা অস্পষ্ট,
রূপে আবৃত কষ্ট, ফুটছে অলংকার শ্রেষ্ঠ।।


সময়ের আলো,
রূপে ভালো;


দেখছি উজ্জ্বল আলো, রূপে মিলানো;
সময়ের কিনা রাতে, আটকে সামলানো।
সময়ের প্রভাব ব্যর্থ, তোর রূপে স্পষ্ট;
খুঁজেছি তোর শব্দ, রূপে অলংকৃত শ্রেষ্ঠ।।


শব্দের অলংকার,
রূপে ব্যবহার;


কেশের বাহার, বুঝে সমুদ্র তরঙ্গের আকার;
মুখের হাসি, গড়ছে রূপের নির্মল ব্যবহার।
নয়নের উঁকিতে, না যাই হৃদয় সামলানো;
ঠাট বাটে মেধাবী, ব্যাকুল, লাবণ্য ও ভালো।।


কি স্পষ্ট,
হৃদয়ের কষ্ট;


ইচ্ছে বলি বার বার, হৃদয় যে মোর কত স্পষ্ট;
ভেবে থামি বহু বার, বলি এই বার কত কষ্ট।
দেখি যত বার, তোকে বাহিরে তত বার;
দেখি না কোনো বার, তোর রূপের অহঙ্কার।।


কবিতাতে ব্যক্ত।
রূপসী কি সত্য।।