আমি কি দেখছি সত্যি দিনে তারা,
ও পারল যে কুয়াশাতে লাল ফুল রয়ে দারা;
যেন সে স্বর্গ অপ্সরা।
ওরে মন হরি,
সে কি ওই স্বর্গ পরি।


আমি কি হয়েছি সত্যি মন মরা,
ও দেখল যে উঁকিযে পালাল ভয়ে আচমকা;
যেন সে জল অপ্সরা।
ওরে মন হরি,
সে কি ওই জল পরি।


আমি কি মরেছি সত্যি খুঁজে দিশাহারা,
ও ফিরল যে রাতে বলল মনের প্রেম কথা;
যেন সে স্বপ্ন অপ্সরা।
ওরে মন হরি,
সে কি ওই স্বপ্ন পরি।


আমি কি লেখছি সত্যি পাগলা কবিতা,
ও আঁকল যে রূপের অপূর্ব একটা কবিতা;
যেন সে জীবন্ত অপ্সরা।
ওরে মন হরি,
সে কি ওই জীবন্ত পরি।