নিবেদিতা কেমন আছো?
কে...কে বলছেন
নিবেদিতা আমি রাহুল বলছি
কেন ফোন করেছো বলেছিলে তো আর যোগাযোগ রাখতে চাও না,
নিবেদিতা আমার চাকরিটা আর নেই তাই রিখিয়াও বদলে গেল
আসলে যেখানে সম্পর্ক তৈরি হয় টাকার লেনদেন সেখানেতো ভালোবাসা থাকে না
চাকরি হারিয়ে আমি নিঃস্ব  হলাম আর রিখিয়াও বদলে গেল
ওর চাহিদা আমি আর পূরণ করতে পারছিলাম না তাই ও চাহিদা পূরণের জন্য অন্য কাউকে খুঁজে নিয়েছে
আর আমাকে খুব সহজেই ব্রেকআপ বলে চলে গেল।
কত দিন হল তোমার চাকরি নেই?
চার পাঁচ মাস হবে
কিভাবে চাকরিটা গেল?
কাজে ফাঁকি দিতে দিতে একদিন বসের বিরক্তির কারণ হয়ে উঠি
তাই বস ও সাফ জানিয়ে দিল আর আসার দরকার নেই।
যানোতো এই চার পাঁচ মাসে অনেক কিছু দেখেছি আর এটাও বুঝেছি আমায় যদি সত্যি কেউ ভালোবেসে থাকে সেটা তুমি।
একবার আসবে নিবেদিতা তোমায় বড়ো দেখতে ইচ্ছা করে সব সময়
সব ঠিক হয়ে যাবে রাহুল ঠিক আগের মতো
বিকেল পাঁচটায় আমি পার্কে দাঁড়িয়ে থাকবো  চলে এসো
সত্যি তুমি আসবে?
হুম
কেন?
কারণটা অজানাই থাক।